Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জনসমূহ

 

অদ্যাবধি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নওগাঁ এর অর্জনঃ

 

ক্রঃনং

                 বিবরণ

পরিমান

সমাপ্ত প্রকল্প সংখ্যা (ছোট-বড়)

১৪টি।

প্রক্রিয়াধীন প্রকল্প

৪টি (নওগাঁ শহর রক্ষা প্রকল্প, রক্তদহ লোহাচুড়া বিল নিষ্কাশন স্কীম পুনর্বাসন প্রকল্প, জবাইবিল এফসিডি প্রকল্প, সীমান্দ নদী প্রকল্প)।

চলমান প্রকল্প

৩টি।

উপকৃত এলাকা

১৬০০০০ হেক্টর।

বন্যা নিয়ন্ত্রন বাঁধ

৫৬৫.০০ কিঃমিঃ (প্রায়)।

রেগুলেটর/ মাইনর স্লুইচ

৮২টি (প্রায়)।

ইরিগেশন ইনলেট/ ড্রেনেজ আউটলেট/ অন্যান্য অবকাঠামো

৪৪৯টি।

খাল

৩৯১.৩৪কিঃমিঃ (প্রায়)।

নদীতীর প্রতিরক্ষা মূলক কাজ

২৬.৫৮কিঃমিঃ (প্রায়)।

 

এ প্রকল্প গুলো বাস্তবায়নের ফলে নওগাঁ জেলার জনপদ, শিল্প ও সরকারি/ বেসরকারি ব্যবসা প্রতিষ্ঠান রক্ষা করা হয়েছে। উক্ত প্রকল্প গুলো বাস্তবায়নের ফলে আর্থ-সামাজিক উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, নদী বাহিত পলি ডি-সিল্টেশনের মাধ্যমে পরিবেশগত ভারসাম্য রক্ষা পেয়েছে। প্রকল্প গুলো বাস্তবায়নের ফলে ব্যবসা-বাণিজ্যসহ সব রকমের সরকারি/ বেসরকারি কার্যক্রমসহ দারিদ্র বিমোচনে সহায়তা করা সম্ভব হয়েছে। 

এ প্রকল্প বাস্তবায়নের ফলে নওগাঁ জেলার বেশ উপজেলার  আবাদযোগ্য জমিতে সেচ, বন্যা নিয়ন্ত্রণ ও নিষ্কাশন ব্যবস্থাদির মাধ্যমে আধুনিক পদ্ধতিতে কৃষি উৎপাদন বৃদ্ধি করা হয়েছে। শত শত হেক্টর এলাকা বন্যামুক্ত ও জলাবদ্ধতার হাত থেকে রক্ষা করে শত শথ হেক্টর জমিতে সেচ সুবিধা প্রদান করা হয়েছে।