অদ্যাবধি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নওগাঁ এর অর্জনঃ
ক্রঃনং |
বিবরণ |
পরিমান |
১ |
সমাপ্ত প্রকল্প সংখ্যা (ছোট-বড়) |
১৪টি। |
২ |
প্রক্রিয়াধীন প্রকল্প |
৪টি (নওগাঁ শহর রক্ষা প্রকল্প, রক্তদহ লোহাচুড়া বিল নিষ্কাশন স্কীম পুনর্বাসন প্রকল্প, জবাইবিল এফসিডি প্রকল্প, সীমান্দ নদী প্রকল্প)। |
৩ |
চলমান প্রকল্প |
৩টি। |
৪ |
উপকৃত এলাকা |
১৬০০০০ হেক্টর। |
৫ |
বন্যা নিয়ন্ত্রন বাঁধ |
৫৬৫.০০ কিঃমিঃ (প্রায়)। |
৬ |
রেগুলেটর/ মাইনর স্লুইচ |
৮২টি (প্রায়)। |
৭ |
ইরিগেশন ইনলেট/ ড্রেনেজ আউটলেট/ অন্যান্য অবকাঠামো |
৪৪৯টি। |
৮ |
খাল |
৩৯১.৩৪কিঃমিঃ (প্রায়)। |
৯ |
নদীতীর প্রতিরক্ষা মূলক কাজ |
২৬.৫৮কিঃমিঃ (প্রায়)। |
এ প্রকল্প গুলো বাস্তবায়নের ফলে নওগাঁ জেলার জনপদ, শিল্প ও সরকারি/ বেসরকারি ব্যবসা প্রতিষ্ঠান রক্ষা করা হয়েছে। উক্ত প্রকল্প গুলো বাস্তবায়নের ফলে আর্থ-সামাজিক উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, নদী বাহিত পলি ডি-সিল্টেশনের মাধ্যমে পরিবেশগত ভারসাম্য রক্ষা পেয়েছে। প্রকল্প গুলো বাস্তবায়নের ফলে ব্যবসা-বাণিজ্যসহ সব রকমের সরকারি/ বেসরকারি কার্যক্রমসহ দারিদ্র বিমোচনে সহায়তা করা সম্ভব হয়েছে।
এ প্রকল্প বাস্তবায়নের ফলে নওগাঁ জেলার বেশ উপজেলার আবাদযোগ্য জমিতে সেচ, বন্যা নিয়ন্ত্রণ ও নিষ্কাশন ব্যবস্থাদির মাধ্যমে আধুনিক পদ্ধতিতে কৃষি উৎপাদন বৃদ্ধি করা হয়েছে। শত শত হেক্টর এলাকা বন্যামুক্ত ও জলাবদ্ধতার হাত থেকে রক্ষা করে শত শথ হেক্টর জমিতে সেচ সুবিধা প্রদান করা হয়েছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS